ফেসবুক টাইমলাইনের কবিতা। পর্ব ০2 । নূর ইসলাম। Bangla poetry.
ফেসবুক টাইমলাইনের কবিতা। পর্ব ০2 । নূর ইসলাম। Bangla poetry.
ইচ্ছা-কবুতর।
নূর ইসলাম।
কেন বা মধুর সুরে কাছে ডাকা, কেন বা না পাওয়ার যন্ত্রণায় ধুকরে ধুকরে মৃত্যু পথযাত্রী?
তার চেয়ে এই ভাল যে, কবুতর হয়ে রই। বিপরীত লিঙ্গ কেন্দ্রে অবস্থিত মনের খোরাক মিটাই।
কি বা জনঝাট ঝামেলা অহেতুক মুখে ফেনায় প্রমানিত দুর্বলতা? শক্তি সঞ্চয় হোক।
আমড়া কিংবা বাঁশঝাড় অথবা বনের মাঝে কোন এক ডালে আষ্টেপৃষ্ঠে পিষ্টে ঝাপটে ধরে কাংখিত সুখ পূর্নতা হোক।
দরকার নেই নিজেকে সাজানো, দরকার নেই, খাট, টেবিল, আলমারি, ড্রেসিংরুম, ওয়াসরুম নানান রংগে সজ্জিত ঝাড়বাতিমময় বাসর সজ্জা।
তারচেয়ে সেই ভাল। কবুতর হয়ে রই। যতবার ইচ্ছা ততবার, শুধু আমার জন্য। এসো কবুতর হয়ে রই।
ইচ্ছা স্বাধীনতায় যেখানে খুশি যতবার, একটু জোর করে হলেও মিশে যাই।
গোসল করার দরকার নাই।
ফেসবুক টাইমলাইনে লেখা কবিতাগুচ্ছ ধারাবাহিকভাবে bangla52 তে পোস্ট করা হচ্ছে। bangla52.xyz হল আমার ব্যক্তিগত ব্লগসাইট। নিয়মিত পড়তে ফেসবুক টাইমলাইনের কবিতা। পর্ব ০2 । নূর ইসলাম। Bangla poetry. লিখে সার্চ করুন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।