ফেসবুক টাইমলাইনের কবিতা। পর্ব ৩ Bangla Poetry

 




একটা হাতে লেখা কবিতার বই হারিয়ে গিয়েছে। তোমরা কি তার সন্ধান দিতে পারো? কবিতায় প্রেমিকার স্পর্শ ছিল।


সেখানে ঘটনাক্রমে এক অবুঝ মেয়ের বাস্তব জীবনী বর্ণনা ছিল। সাথে ছিল এক আকাশ সমান দুঃখের প্রামাণ্যচিত্র।


বর্ণনায় ছিল মুখোশধারী খল-নায়কের চরিত্র। যে কিনা প্রেমের ছলে অবলা নারীকে যৌনপল্লীতে বিক্রি করেছিল।


ঘটনার সূচনাকাল ছিল তখন থেকে, যখন তার বাবা পেটের দায়ে বাধ্য করেছিল সম্পর্ক করতে। 


ভাগ্য,

সত্যিই আমাদের ভাগ্য কতটা রোমান্টিক। জনপ্রতি আমরা একেক রকম ভাগ্য নিয়ে চলছি। আর, দোষ দিচ্ছি ঐ বিধাতার।


গোষ্ঠীগত আমাদের সামাজিক শিক্ষা ভিন্ন। আমরা কেবল নিজ গোষ্ঠীগত শিক্ষাকে যুক্তিযুক্ত মনে করি এবং বাকিসব অশিক্ষাপটু।


আমরা দাওয়াত দেই এবং দেখাই তোমরা ভুল পথে চলছো।


আসলে পরিস্থিতি যার অনুকূলে নেই, তাকে ধর্মের বানী শুনিয়ে লাভ কি! বরং তাকে তার কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকা। যদি না তাকে ভালো কাজের সন্ধান দিতে পারি। 


আমাদের প্রত্যেকেরই একবার হলেও যৌনপল্লীতে যাওয়া উচিৎ।


কারণ, আমাদের প্রত্যেকের রিজিকদাতা সৃষ্টিকর্তা হলেও আল্লাহ্‌ মানুষের রিজিক মানুষের মধ্যে রেখেছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url